‘বুঝবে একদিন না পাওয়ার কি জালা’ -গীতিকার ও সুরকার বাউল শিল্পী মিজান সরকার

জনতার কন্ঠ, 2 May 2023, 2118 বার পড়া হয়েছে,
আমার বুকে দিয়া কষ্টের মশাল’ করিলে তুই এই নাজেহাল’ লোক সমাজে সাজলে তুই আজ বালা ওগো রঙ্গিলা বুঝবে একদিন না পাওয়ার কি জালা (১) তোর রুপেতে এমন যাদু’ ঘর ছাড়া করে গো শুধু’ গলে পরে কু কলঙ্কের মালা হায়রে… হইয়া আমি তোর উদাসী’ লোকে আমায় বলে দোষী’ কারো কাছে’ জানিনা কেবল বলা (২) আমি তোমায় ভালোবাসি’ তুমি আমায় করলে দোষী’ এ কি ছিল তোমার প্রেম নীলা… হায়রে… নিয়া আমার সরল মনটা’ ঘটায়লি তুই কেন বার  টা’ বুকটারে তুই করলি ফালাফালা (৩) আমি না বুঝিয়া কইরাছি ভুল’ দিতাছি গো প্রেমের মাশুল’ কাঁদতে যাই আজ আমার সারা বেলা”” হায়রে” চটিপাড়ার মিজান সরকার’ মরলে কেবল বাঁচি এবার’ তোমার বিচার করবে উপরওয়ালা (৪)
সংক্ষিপ্ত পরিচিতি : মোহাম্মদ মিজানুর রহমান রানা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার অন্তর্গত ১০ নং গোকর্ণ ইউনিয়ন পরিষদের চটি পাড়া গ্রামে জন্মলাভ করেন। ১২ বছর যাবত এই গুনি বাউল শিল্পী ‘মিজান সরকার’ বহু লোকসঙ্গীত লিখা সুর ও গায়ে আসছেন।