ব্রাহ্মণবাড়িয়ায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া, 1 April 2023, 73 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর স্বাভাবিক রাখতে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলি বাজারে এ অভিযান চালানো হয়।

অভিযানের নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান। অভিযান চলাকালে তিনটি মুদি মাল ও একটি কাঁচাবাজারের দোকানিকে সাাড়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে মুদি দোকানের ফ্রিজে ওষুধ সংরক্ষণ করায় বিসমিল্লাহ সুপার শপকে ৪ হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় আকাশ ট্রেডার্সকে ১ হাজার, মেসার্স হীরাকে দেড় হাজার টাকা ও কাঁচা মালের আড়তে আবুল মালেক নামের একজনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, পুরো রমজান মাসে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।