মুক্তধারা সাহিত্য অঙ্গনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 1 April 2023, 140 বার পড়া হয়েছে,

কোহিনূর আক্তার প্রিয়া : কবি ও কবিতা বিষয়ক সংগঠন মুক্তধারা সাহিত্য অঙ্গনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) বিকলে ব্রাহ্মণবাড়িয়ার পুরাতন জেল রোডে একটি অভিজাত রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মুক্তধারা সাহিত্য অঙ্গনের সভাপতি মাজহারুল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কোহিনূর আক্তার প্রিয়া’র সার্বিক তত্বাবধানে এতে উপস্থিত ছিলেন, দি-আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরকার। কবি ও গীতিকার দেওয়ান মারুফ, উপদেষ্টা মুক্তধারা সাহিত্য অঙ্গন। আব্দুল মতিন সানু সম্পাদক সাপ্তাহিক তিতাস বার্তা। এড হুমায়ূন কবির, উপদেষ্টা মুক্তধারা সাহিত্য অঙ্গন। শামীম আহমেদ, সদস্য জেলা নদী রক্ষা কমিটি ব্রাহ্মণবাড়িয়া। মোহাম্মদ হোসেন, সভাপতি বৈশাখী শিল্পী গোষ্ঠী। লিটন হোসাইন জিহাদ, ব্যবস্থাপনা পরিচালক পথিক টিভি। খালেদা মুন্নী, সাধারণ সম্পাদক নোঙর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। আদিত্ব্য কামাল, সম্পাদক জনতার খবর। কবি রুদ্র মোহাম্মদ ইদ্রিস, বার্তা সম্পাদক দৈনিক ফ্রন্টিয়ার। আনিসুল হক রিপন, সভাপতি অংকুর শিশু কিশোর সংগঠন। মাসুম খাঁন, সহ-সভাপতি মুক্তধারা সাহিত্য অঙ্গন। এইচ সেলিম মোহাম্মদ সাংগঠনিক সম্পাদক মুক্তধারা সাহিত্য অঙ্গন। ছড়াকার তিতাস হুমায়ূন, সভাপতি কবির কলম। ফাহিম মুনতাসির, সভাপতি সোনালি সকাল। কবি আজীজা সোপান। কন্ঠ শিল্পী ঝর্না আক্তার। ডা. মাহবুব সরকার, প্রচার সম্পাদক মুক্তধারা সাহিত্য অঙ্গন। আল আমিন তুষার, সহ-সম্পাদক মুক্তধারা সাহিত্য অঙ্গন। কবি এস এম ইউনুস সরকার, সদস্য মুক্তধারা সাহিত্য অঙ্গন। কবি ফয়েজ। কবি জোয়েনা বিনোদীনি। এস এম এ সহিদ। ফাহিম আহমেদ। মোঃ সাইদুল রহমান জুয়েল, সদস্য মুক্তধারা সাহিত্য অঙ্গন। রবিন টেলিকমের কর্ণধার রায়হান আহমেদ রবিন।  রাজন রুবেল প্রমূখ।
ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন, মোহাম্মদ মুছা।