নৃত্যে দেশসেরা হওয়ায় হোসাইন ইসলাম জয়’কে ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়া, 24 March 2023, 184 বার পড়া হয়েছে,

নিজস্ব প্রতিবেদক : প্রথম ন্যাশনাল কালচারাল ফেস্ট ২০২৩ নৃত্যে দেশসেরা হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হোসাইন ইসলাম জয়’কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কবি ও কবিতা বিষয়ক সংগঠন কবির কলম।

মঙ্গলবার (২১ মার্চ) রাত ৮ টায় ব্রাহ্মণবাড়িয়া টেংকের পাড়স্থ পৌর কমিউনিটি সেন্টারের ২য় তলায় জনতার খবর এর কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ-সময় উপস্থিত ছিলেন, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বাবু রতন কান্তি দত্ত। জনতার খবর এর নির্বাহী সম্পাদক জাকারিয়া জাকির। বৈশাখী শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ হোসেন। জনতার খবর এর সম্পাদক আদিত্ব্য কামাল। ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়া’র সম্পাদক আব্দুল্লাহ্ আল নাঈম। বৈশাখী শিল্পী গোষ্ঠীর সহ-সভাপতি সামসুজ্জামান বাবু। প্রাউড অব ব্রাহ্মণবাড়িয়ার কর্ণধার কোহিনূর আক্তার প্রিয়া। ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় মহিলা পার্টির সভানেত্রী রোমানা আক্তার শ্যামলী। বিশিষ্ট সাংস্কৃতিক মনা ব্যক্তিত্ব মো. মিজানুর রহমান। কবির কলমের সভাপতি তিতাস হুমায়ূন। কবির কলমের সাধারণ সম্পাদক আব্দুল মতিন শিপন। সোনালি সকালের প্রতিষ্ঠাতা সভাপতি ফাহিম মুনতাসির। মুক্তধারা সাহিত্য অঙ্গনের সভাপতি মাজহারুল ইসলাম চৌধুরী প্রমূখ।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার হুসাইন ইসলাম জয়। পড়াশোনা করছেন জেলার অন্বেষা বিদ্যাপীঠ কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণিতে। পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত। গত ১৪ থেকে ১৬ মার্চ রাজধানী ঢাকার বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজে অনুষ্ঠিত হয়েছে ‘প্রথম ন্যাশনাল কালচারাল ফেস্ট ২০২৩’। সেখানে একক সৃজনশীল নৃত্য প্রতিযোগিতায় অংশ নিয়ে সারা দেশের ৭০ প্রতিযোগীর মধ্যে প্রথম হয়েছেন হুসাইন ইসলাম জয়।

অনুষ্ঠানে একক গান, নৃত্য, কবিতা আবৃত্তি ও ধারাবাহিক গল্প বলার পর্ব ছিল। একক গানের মধ্যে ছিল নজরুল গীতি, দেশাত্মবোধক, ইসলামিক গান; আর একক নৃত্যের মধ্যে উচ্চাঙ্গ নৃত্য ও সৃজনশীল নৃত্য। গত ১৫ মার্চ একক সৃজনশীল নৃত্যের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হুসাইন ইসলাম জয়’কে মোট চারটি ধাপে অংশ নিতে হয়েছে।

প্রথম ধাপে ‘কল কল ছল ছল’ গানের ওপর লোকনৃত্য, দ্বিতীয় ধাপে ‘ফাগুনেরও মোহনায়’ গানের তালে, তৃতীয় ধাপে ‘মন মোর মেঘের সঙ্গী’ গানের তালে এবং চতুর্থ ধাপে ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে’ গানে নৃত্য পরিবেশন করেন তিনি। পরদিন ১৬ মার্চ বিকেলে বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ কলেজের অধ্যক্ষ কর্নেল হাফেজ মো. জুনায়েদ আহমেদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন হুসাইন ইসলাম।