শাহরাস্তির ওয়ারুক বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন : সভাপতি নজরুল, সম্পাদক ইউসুফ 

সারাদেশ, 21 March 2023, 149 বার পড়া হয়েছে,
মোঃ রুহুল আমিন, বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন’২০২৩ সম্পন্ন হয়েছে। সোমবার (২০ মার্চ) সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচনে সভাপতি পদে প্রত্যেকে সমান সংখ্যক ১৬৯ ভোট পেয়ে সভাপতি হিসেবে  নজরুল ইসলাম মজুমদার এবং একই সংখ্যক ভোট পাওয়ায় সিনিয়র সহ-সভাপতি হিসেবে আবু ইউসুফের নাম ঘোষণা করেন নির্বাচনের দায়িত্ব থাকা রিটার্নিং কর্মকর্তা। এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ রাজিকুল ইবাদ কলম প্রতীক নিয়ে ১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচনে অন্যান্য পদের বিজয়ীগন হলেন, আপেল প্রতীক নিয়ে সহ-সভাপতি পদে মোঃ শাহ আলম ১৬৬ ভোট, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মোঃ মাহবুব আলম ভূঁইয়া মোটর সাইকেল প্রতীক নিয়ে ২০২ ভোট, কোষাধ্যক্ষ পদে মোঃ ইসমাইল হোসেন মোরগ প্রতীক নিয়ে ১৮২ ভোট, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোঃ আহম্মেদ কবির মাইক প্রতীক নিয়ে ১৯৪ ভোট , সাংগঠনিক সম্পাদক পদে মোঃ জহিরুল ইসলাম ফুটবল প্রতীক নিয়ে ১৯৪ ভোট এবং দপ্তর সম্পাদক পদে মোঃ আবু ইউসুফ পাটোয়ারী টিউবওয়েল প্রতীক নিয়ে ১৮০ ভোট পেয়ে বিজয়ী হন।
এই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদ, প্রিসাইডিং অফিসার পদে সহকারী প্রোগ্রামার মোঃ শাহজাহান এবং সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে উপ-সহকারী কৃষি অফিসার মোঃ জামাল হোসেন ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃষ্ণ চন্দ্র দাস দায়িত্ব পালন করেন।
আইন-শৃঙ্খলা রক্ষায় শাহরাস্তি মডেল থানার এসআই রুকুনুজ্জামান এর নেতৃত্বে ১৩ সদস্য বিশিষ্ট পুলিশ সদস্য ও  ৮ জন গ্রাম পুলিশ দায়িত্ব পালন করেন।
মোট ৪১১ ভোটারের মধ্যে ৩ জন মহিলা ভোটার তারা প্রত্যেকেই ভোটে অংশগ্রহন করেন। ৪১১ ভোটারের মধ্যে ৪০৮ জন ভোটার ভোটের ক্ষমতা প্রয়োগ করে এবং ৩ জন ভোটার ভোট দানে বিরত থাকে।
উল্লেখ্য, ওয়ারুক বাজার ব্যবসায়ী সমিতির এটি প্রথম নির্বাচন। বাজারের ব্যবসায়ীদেরকে অধিকতর সেবা প্রদানের লক্ষে টামটা উত্তর ও দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদ্বয় এই ভোটের আয়োজন করেন।
উল্লেখ্য, ওয়ারুক বাজার ব্যবসায়ি সমিতির মোট ৮টি পদের নির্বাচনে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে সভাপতি পদ প্রার্থী নজরুল ইসলাম মজুমদার এবং আবু ইউসুফ, দু’জনে সমান সংখ্যক ভোট অর্থাৎ ১৬৯ ভোট পান। ফলে এই নির্বাচনের প্রিসাইডিং অফিসার মোঃ শাহজাহান কাউকে বিজয়ী ঘোষণা না দিয়ে রিটার্নিং অফিসার এর কার্যালয়ে ফলাফল ঘোষণার জন্য উপজেলার নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদ এর কার্যালয়ে নিয়ে আসেন। উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবং সমবেত জনতা-প্রার্থীর এবং টামটা উত্তর ও দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যানদ্বয়ের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, সিনিয়র সহ-সভাপতির একটি পদে সৃষ্টি করে ঐপদে সম-সংখ্যক ভোট পাওয়া আবু ইউসুফকে পদায়ন করা হবে।