মোঃ রুহুল আমিন, বিশেষ প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সর্বস্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্তৃক এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
পবিত্র কোরআন মজিদ তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে একদল শিক্ষক জাতীয় সঙ্গীত পরিবেশন করেন, এসময় উপস্থিত সকলে দাঁড়িয়ে সমস্বরে জাতীয় সঙ্গীত গান। অতঃপর অনুষ্ঠান স্থালে উপস্থিত সকল অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরন করে নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকগন।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন, মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান ও শিক্ষক মোঃ সাইফুল খালেদ।
শনিবার (১১ মার্চ) বিকাল সাড়ে তিন ঘটিকায় শাহরাস্তি উপজেলার পরিষদ প্রাঙ্গনে উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়ন, কলেজ ও মাদ্রাসায় কর্মরত শিক্ষকদের আয়োজিত অনুষ্ঠানে চাঁদপুর (শাহরাস্তি-হাজীগঞ্জ) -৫ আসনের মাননীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম একথা বলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, একটি কথা ইদানিং প্রায়ই শুনা যায় যে, “ছাত্ররা শিক্ষকদেরকে এখন আর সন্মান করে না, একথা ঠিক নয়”। তিনি প্রশ্ন রেখে বলেন, খেয়াল করে দেখুন, আপনারা আপনাদের ছাত্র-ছাত্রীদেরকে সঠিকভাবে শ্রেণিকক্ষে পাঠদান করেন কি? তিনি বলেন, আপনাদের ছাত্র-ছাত্রীরা যখন বুঝতে পারে আপনার কাছ থেকে সে কিছু শিখতে পারছেনা তখনই শিক্ষক হিসেবে আপনি যে সন্মান তার বা তাদের নিকট হতে পাওয়ার কথা তা তারা করেন না। কাজেই আপনাদেরকে এবিষয়টি বুঝতে হবে। সত্যিকার অর্থে যারা ফাঁকি দেয়না তারা ঠিকই সন্মান পান।
তিনি আরও বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আপনারা আপনাদের ছাত্র-ছাত্রীদের পড়াবেন। তারা যেন আমাদের মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে। এই মুক্তিযুদ্ধে কত বীর বাঙ্গালি তাদের বুকের রক্তদিয়ে ঢেলেদিয়ে দেশকে স্বাধীন করেছে তাদের ত্যাগের সেই ইতিহাস তাদের জানা উচিত যা জানানোর দায়িত্ব আপনাদের। সঠিক ইতিহাস জানলে তারা এদেশ স্বাধীন হওয়ার গুরুত্ব বুঝবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব খোদেজা আক্তার খানম
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে সারগর্ভ বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার চেয়ারম্যান প্রফেসর মোঃ জামাল নাছের।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ হাসনাত আনোয়ার উদ্দিন, শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আব্দুল লতিফ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্টার মোহাম্মদ হোসেন, কলেজ শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন, সূচিপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির ভূইয়া, মাদ্রাসার শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন, ভোলদিঘী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন, রাগৈ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন, নিজমেহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম।
উল্লেখ্য, অনুষ্ঠানে মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম বিগত ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শাহরাস্তি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলির দৃশ্যমান কি কি উন্নয়ন হয়েছে তার একটি সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ ইলিয়াস মিন্টু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তোফায়েল আহমেদ ইরান।
অনুষ্ঠানে সমগ্র শাহরাস্তি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়ন, কলেজ ও মাদ্রাসায় কর্মরত সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার সকল নাগরিক সমাজের প্রতিনিধি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন ভ্রাতৃপ্রতিম সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মাননীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম ১১ ও ১২ মার্চ দুইদিনের সফরে তিনি সকাল এগারটায় এলাকায় এসে পৌঁছেন। তিনি সফরসূচির প্রথমে বেলা সাড়ে এগারটায় শাহরাস্তি উপজেলার একমাত্র সরকারি কলেজ ‘ করফুলেরন্নেছা সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন এবং দুপুর দেড় ঘটিকায় শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের শুভ উদ্বোধন করেন।