ব্রাহ্মণবাড়িয়ায় ডেইলি পেনব্রীজ ও স্বপ্নতরীর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

ব্রাহ্মণবাড়িয়া, 12 March 2023, 107 বার পড়া হয়েছে,

শেখ মো. কামাল উদ্দিন : অধ্যাপক মো. এমদাদুল হক সম্পাদিত ও প্রকাশিত ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রথম ইংরেজি পত্রিকা দৈনিক পেনব্রীজ ও স্বপ্নতরী সমাজ উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত ব্রাহ্মণবাড়িয়া জেলার এসএসসি/দাখিল ও এইচএসসি/ আলিম পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান গতকাল ১১ মার্চ শনিবার সকাল ১০.০০টায় স্বপ্নতরী কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়ার প্রথিতযশা সাংবাদিক অধ্যাপক মো. এমদাদুল হক’র সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন; আশুগঞ্জ ফিরোজ মিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহাম্মদউল্লাহ খন্দকার, ব্রাহ্মণবাড়িয়া সরকারি হাসপাতালের আরএমও ডা. মো. ফায়েজুর রহমান (ফয়েজ), স্বপ্নতরী, ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী পরিচালক মো. তাহের উদ্দিন ভূইয়া, আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ মো. কামাল উদ্দিন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন; দি ডেইলি পেনব্রীজ পত্রিকার নির্বাহী সম্পাদক অধ্যাপক মো. আবদুল গণি।

প্রধান অতিথি মো. শাহজাহান আলম সাজু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন; কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করে তোমরা যেমন পিতা-মাতা, অভিভাবক, প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রেখেছো তেমনিভাবে সম্মানজনক কর্মজীবনে পদার্পণ ও আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলে দেশ-জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে হবে।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন; অধ্যাপক আবু হানিফ, অধ্যাপক বাবুল, সাংবাদিক মোবারক হোসেন নাছির, সাহিত্যানুরাগী আমির হোসেন প্রমুখ।

বক্তাগণ এই অনুপ্রেরণামূলক অনুষ্ঠান আয়োজকগণের ভূয়সী প্রশংশা করেন। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদ্য প্রয়াত সভাপতি রিয়াজ উদ্দিন জামির মৃত্যুতে শোক প্রকাশ, বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

এতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত দেশের সনামধন্য প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ জিপিএ ৫.০০ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষানুরাগী, সাংবাদিক, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণীপেশার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা গান পরিবেশন করে আনন্দ উপভোগ করেন।

অবশেষে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, শিক্ষোপকরণ ও সনদ তুলে দেন।