কসবায় উন্নয়ন ভাবনা নিয়ে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

ব্রাহ্মণবাড়িয়া, 7 March 2023, 80 বার পড়া হয়েছে,
মো. আবুল খায়ের স্বপন,কসবা : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রোববার বিকেলে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারের সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিমুল এহসান খান উপজেলার বিভিন্ন উন্নয়ন ভাবনা নিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে এ মতবিনিময় করেন।
কসবা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় স্থানীয় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে বক্তব্য রাখেন কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নান, সাবেক সভাপতি মো. সোলেমান খান, পাক্ষিক অপরাধপত্র পত্রিকার সম্পাদক হারুনুর রশিদ ঢালি, কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহ আলম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের
স্বপন ও কসবা প্রেসক্লাব সহ-সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন প্রমুখ।
এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার স্থানীয় প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য কসবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান
খান গত ২৮ ফেব্রæয়ারি কসবা উপজেলায় যোগদান করেন। তিনি বিসিএস ৩৪ ব্যাচের একজন সরকারি কর্মকর্তা। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন নিয়ে তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।