বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ৪ নং ওয়ার্ডস্থ পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বেলা আড়াই টায় বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল ফয়েজ।
পবিত্র কোরআন মজিদ তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি, ১ নং সেক্টর কমান্ডার, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলা একাডেমির’২০১৯ সালের সাহিত্য পুরস্কার প্রাপ্ত এবং চাঁদপুর(শাহরাস্তি-হাজীগঞ্জ) -৫ আসনের ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য মেজর(অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি পৌর মেয়র ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ। বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি চাঁদপুর (শাহরাস্তি-হাজীগঞ্জ) -৫ আসনের ৪ বারের মাননীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম সফল রাষ্ট্র নায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পক্ষে শাহরাস্তি-হাজীগঞ্জ নির্বাচনী এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান সহ নাগরিক সকল সুযোগ-সুবিধা দেয়ার জন্য রাতদিন কাজ করে যাচ্ছেন। তিনি সমবেত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদেরকে সরকারের দেয়া শিক্ষা গ্রহনের সকল সুযোগ গ্রহন করে তার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। তাহলে তোমাদেরকে নিয়ে তোমাদের অভিভাবকেদের দেখা স্বপ্ন পূরণ হবে। তোমরাও জীবনে সফলকাম হতে পারবে।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক বাবু গৌরাঙ্গ চন্দ্র দে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, কর্মরত সকল শিক্ষক এবং শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।