নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ল্যারিংজেকটমি ক্লাবের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় নাক ইন্সটিটিউট, তেজগাঁও ঢাকায় অধ্যাপক ডা: মুহম্মদ আশিকুর রহমান ভূঁইয়া’র উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, জাতীয় নাক কান গলা ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ডা: জাকারিয়া সরকার।
সভার সামগ্রিক আয়োজনে ছিলেন, বিখ্যাত হেড-নেক ক্যান্সার সার্জন ইনস্টিটিউটের অধ্যাপক ডা: মুহম্মদ আশিকুর রহমান ভূঁইয়া।
সভায় উপস্থিত ছিলেন, ইনস্টিটিউটের অন্যান্য অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক সহ বিভিন্ন শ্রেণীর ডাক্তারগন।
সভার মূল আকর্ষনে ছিলেন, ল্যারিংজেকটমি ক্লাবের প্রান, সেই সমস্ত মানুষ যারা স্বরযন্ত্র/ল্যারিক্স ক্যান্সারের মত দুরারোগ্য রোগের হাত থেকে ল্যারিংজেকটমি অপারেশনের মাধ্যমে রক্ষা পেয়েছেন, সাথে ছিলেন তাদের পরিবারের লোকজন যারা এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে।
এতে মোট ২৬ জন রোগী উপস্থিত ছিলেন যাদের সবার অপারেশন করেছেন অধ্যাপক ডা: আশিকুর রহমান ভূঁইয়া, এ পর্যন্ত তিনি ৭১ টি ল্যারিংজেকটমি অপারেশন করেছেন।
সভার উদ্দেশ্য ছিল:
১. ল্যারিংজেকটমি করা রোগীদের নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করা, তাদের মধ্যে সুসম্পর্ক স্থাপন এবং পরস্পরের সাথে ভাবের আদান-প্রদান।
২. রোগীদের সামাজিক পূনর্বাসন, মানসিক পূনর্বাসন, পেশাগত পূনর্বাসন এবং কথা বলার পূনর্বাসন নিয়ে আলোচনা এবং পূনর্বাসনের ব্যাবস্থা করা।
৩. গরীব দুস্থ রোগীদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং সমাজের দাতা শ্রেণীর কাছ থেকে আর্থিক সহায়তা প্রাপ্তির ব্যবস্থা করা।
৪. রোগীদের কথা বলার (Esophageal voice) প্রশিক্ষণ প্রদান।
৫. রোগীদের অপারেশন পরবর্তী ফলোআপ নিশ্চিত ও সহজ করা।
উল্লেখ্য অনুষ্ঠান শেষে অধ্যাপক ডা: আশিকুর রহমান ভূঁইয়া ল্যারিংজেকটমি করা একজন মুক্তিযুদ্ধার জন্য নিজ খরচে একটি voice Prosthesis / কথা বলার যন্ত্র কিনে দেওয়ার ঘোষণা দেন, এই ধরনের প্রোগ্রাম চালিয়ে নেয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।