ব্রাহ্মণবাড়িয়া ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে হৃদরোগ প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়া, 23 February 2023, 200 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে হৃদরোগ প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৩ টার দিকে ফাউন্ডেশনের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান জনাব আল মামুন সরকার।
প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ একরাম উল্লা।
বিশেষ অতিথি ছিলেন, অ্যাডভোকেট মিন্টু ভুমিক, এডভোকেট হাবিবুর রহমান, এডভোকেট তারেক, বিশিষ্ট সমাজসেবী তাজুল ইসলাম বাবু, এইচ এম জাকারিয়া জাকির, ডাক্তার ডিউক চৌধুরী, এছাড়াও কার্যকারী কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে ব্রাহ্মণবাড়িয়ার সকল কমিউনিটি ক্লিনিক এর কর্মীদেরকে হৃদরোগ সম্পর্কে এবং হৃদরোগ হলে তার প্রতিকার প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি লক্ষে অবহিত করা হয়। এবং হার্ট ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তারা আলোচনা করেন। ব্রাহ্মণবাড়িয়া হার্ট ফাউন্ডেশন একটি অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান। এর উদ্দেশ্য হলো মানুষকে সেবা দিয়ে যাওয়া। অতি অল্প মূল্যে ডাক্তার ও পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং ১০০ টাকার বিনিময়ে ডাক্তার দেখানো হয়।
সর্বোপরি এই হাসপাতালের কল্যাণ কামনা করে সভাপতি জনাব আল মামুন সরকার সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায়ী বক্তব্য রাখেন।