মাদক জীবন শেষ করে দেয়, খেলাধুলা সুস্থ রাখে- শের আলম

ব্রাহ্মণবাড়িয়া, 20 February 2023, 148 বার পড়া হয়েছে,
মো. রুবেল মিয়া,সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নে এক শীতকালীন ব্যাডমিন্টন ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায়  অংশগ্রহণ করেন চুন্টা ইউনিয়ন ৮টি দল।এ খেলায় বিজয়ী হয়েছে চুন্টা মধ্যপাড়া, পরাজিত হয়েছে চুন্টা হাইস্কুল পাড়া।
১৯ ফেব্রুয়ারি, রবিবার সন্ধ্যায় স্থানীয় যুবকদের উদ্যোগে চুন্টা বাজার সেন বাড়িতে এ খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি সরাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মো. শের আলম মিয়া তার বক্তব্যে বলেন, যুব সমাজ কে মাদক থেকে রক্ষা করতে হলে খেলাধুলার কোন বিকল্প নাই। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন,  আপনার ছেলে মেয়েদের খোজ- রাখবেন। পাড়াশুনার পাশাপাশি খেলাধুলা অংশগ্রহণ করতে যুবকদের প্রতি আহ্বান জানান তিনি। এতে বিশেষ আকর্ষণ ছিলেন চুন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, চুন্টা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চুন্টা ইউপি সাবেক চেয়ারম্যান শেখ হাবিবুর রহমান, জেলার বিশিষ্ট ব্যবসায়ী সাইফুর রহমান ইদু।
চুন্টা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হাজি মো. বাহার মিয়ার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন স্থানীয় ৫ নং ওয়ার্ড মেম্বার মো.আলী মিয়া, ৭ নং ওয়ার্ড মেম্বার মো.আমির আলী, ৪ নং ওয়ার্ড মেম্বার মো.হুমায়ুন কবির, ৫ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো.ফজলু মিয়া,  ৫ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো.আলফাজ উদ্দিন।
এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক যথাক্রমে মো.জজ মিয়া, মো.মিজান মিয়া, ইয়াছিন মিয়া, মো.হাবিব মিয়া, মো.জিন্নত আলী, মো.তারা মিয়া সহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠিত খেলাটি পরিচালনা করেন স্থানীয় এলাকার নজরুল ইসলাম ও সামছুল হক।