সাংবাদিক সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত 

ব্রাহ্মণবাড়িয়া, 11 February 2023, 103 বার পড়া হয়েছে,

এহসানুল হক রিপন,ব্রাহ্মণবাড়িয়া : সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনিসহ সকল সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মনির হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ আজিজুল সঞ্চয়।ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পীর, সভাপতিত্বে বক্তব্য রাখেন— ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য সচিব জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পীযূষ কান্তি আচার্য, বীর মুক্তিযোদ্ধা আবু হোরায়রা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আ ফ ম কাউসার এমরান, জেলা নারী মুক্তি সংসদের সভাপতি ফজিলাতুন্নাহার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন বেলাল এবং ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি বিশ্বজিৎ পাল বাবু। মানববন্ধনে উপস্থিত  ছিলেন শামিম আহমেদ নোঙর সভাপতি,  সাংবাদিক উজ্জ্বল চক্রবতি সময় টিভি,  আরিফুর রহমান সিনিয়র স্টাফ রিপোর্টার দৈনিক একুশে আলো, পায়েল আর টিভি, আবুল হাসনাত রাফি জাগো নিউজ, আশিক মান্নান হিমেল মাছরাঙ্গা টিভি, আবদুর রহমান বুলবুল দৈনিক বর্তমান, এহসানুল হক রিপন দৈনিক বাংলাদেশ সমাচার ও বিজয় টিভি, খায়রুল কবির বিজয়  টিভি ও দৈনিক ভোরের দর্পন,  এস, এ সামি দৈনিক গণমুক্তি, জুয়েল দৈনিক আমার বার্তা, নিশাদুল ইসলাম নিশাদ দৈনিক বঙ্গজননী, হালিমা, আবদুল্লাহ প্রমুহ।