শাহরারাস্তিতে সূচিপাড়া উত্তর ইউনিয়নের ১১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা পদক ২০২৩ অনুষ্ঠিত

সারাদেশ, 9 February 2023, 125 বার পড়া হয়েছে,
মোঃ রুহুল আমিনঃ চাঁদপুরের শাহরারাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা পদক’২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় সূচিপাড়া উত্তর ইউনিয়নের ডাইরেক্টর আবদুস সাত্তার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত শিক্ষা পদকের অনুষ্ঠান উপলক্ষে ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ লুৎফুর রহমান ভুঁইয়া। সকাল ১০টায় উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন, সূচিপাড়া ক্লাস্টারের এইউইও নাসরিন সুলতানা। এসময় উপস্থিত ছিলেন,  ডাইরেক্টর আবদুস সাত্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মোঃ শফিকুর রহমান পাটওয়ারী।
এই অনুষ্ঠানে শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের মোট ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহন করে। এই ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় হচ্ছে, সূচিপাড়া যুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়, সূচিপাড়া পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বসুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডাইরেক্টর আবদুস সাত্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাকামতা  সরকারি প্রাথমিক বিদ্যালয়, শোরসাক যুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়, শোরসাক সরকারি প্রাথমিক বিদ্যালয়, চেড়িয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধামরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাড়াইর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অনুষ্ঠানে মোট ৫৪টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ডাইরেক্টর আবদুস সাত্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কোহিনুর আক্তার বর্ণিত অনুষ্ঠানের স্বাগতিক বিদ্যালয় হিসেবে বিশেষ ভূমিকা রাখেন। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে অংশগ্রহণকারী সকল বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকগনের কর্মতৎপরতা ছিলো লক্ষণীয়।
অনুষ্ঠানে ১১টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এবং অংশগ্রহণকরী বিদ্যালয়সমূহের সকল শিক্ষার্থী ও এলাকার সকল অংশীজনের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
দিনভর বিরতিহীনভাবে অনুষ্ঠান শেষে সকল ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়স্থান অর্জনকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
উল্লেখ্য, শাহরাস্তি উপজেলার ১০টি ইউনিয়নের প্রত্যকটিতে আলাদা আলাদাভাবে এ-ই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।