চট্টগ্রামস্থ শাহরাস্তি সমিতির পক্ষে রাগৈ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদেরকে সম্মাননা তুলে দিলেন রফিকুল ইসলাম এমপি

সারাদেশ, 2 February 2023, 353 বার পড়া হয়েছে,

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি : চট্রগ্রামস্থ শাহরাস্তি সমিতির পক্ষ থেকে রাগৈ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ৪ কৃতি শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়েছে। এই সম্মাননার ক্রেষ্ট তুলে দিয়েছেন মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার চাঁদপুর (শাহরাস্তি-হাজীগঞ্জ) -৫ আসনের সংসদ সদস্য মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম।

বিগত ২৮ জানুয়ারি (শনিবার) বেলা সাড়ে এগারোটায় অনুষ্ঠিত রাগৈ উচ্চ বিদ্যালয়ের ৫০ বছরপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত সূবর্ণ জয়ন্তী ও মিলন মেলা’২০২২ অনুষ্ঠানে উক্ত সম্মাননার ক্রেষ্ট ৪ কৃতি শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয়। এই সম্মাননা ক্রেষ্ট চট্টগ্রামস্থ শাহরাস্তি সমিতির উদ্যোগে প্রদান করা হয়।

সম্মামনা প্রাপ্ত ৪ কৃর্তি শিক্ষার্থীরা হচ্ছেন যথাক্রমে : রাগৈ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্ট্যাডিজ বিষয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, এফসিআইএলটি গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবুল কালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিষয়ের অধ্যাপক ড. মোহাম্মদ শাহ মিরন এবং চাঁদপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষক, জেলার নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান শোরসাক যুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং চাঁদপুর জেলায় শিক্ষা ও চাকরি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়ীতার খেতাব বিজয়ী নাজমা আক্তার।

উল্লেখ্য, উক্ত সম্মাননা প্রদানকালে চট্টগ্রামস্থ শাহরাস্তি সমিতির পক্ষে উপস্থিত ছিলেন, সমিতির সাধারণ সম্পাদক মো: হুমায়ুন কবির, সিনিয়র সহ-সভাপতি মহীউদ্দিন আহম্মেদ, সহ-সভাপতি মো: ইয়াছিন ভূঁইয়া, উপদেষ্টা নাজির আহমেদ, প্রাক্তন উপদেষ্টা মো: হোসাইন ও রাগৈ উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আগত বিশেষ অতিথিবৃন্দ সহ প্রাক্তন-বর্তমান শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার বিশিষ্টজন।