ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ সাংবাদিক মোঃ রেজাউল করিমের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়া, 2 February 2023, 104 বার পড়া হয়েছে,

জুয়েল মিয়া,নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ সাংবাদিক মোঃ রেজাউল করিমের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক তিতাস পত্রিকার সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি ছিলেন তিনি। সমাজের অনিয়ম ও অন্যায়ের বিরোদ্ধে তিনি কলম ধরেছিলেন। লেখক হিসেবে ও তিনি সুনাম অর্জন করেছিলেন।২০২২সালের ২ ফেব্রুয়ারি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এসময় তার স্মৃতিচারণ শেষে মোনাজাত করা হয়। দৈনিক ভোরের ডাকের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি সাংবাদিক সোহেল সরকার বলেন, সাংবাদিক রেজাউল করিম ভাই তার কর্মের মাধ্যমে আমাদের সকলের মাঝে যুগ যুগ ধরে বেঁচে থাকবেন।ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের এই দিনটি স্মৃতি হয়ে গেল। গত বছর এই দিনে আমরা হারিয়েছি আমাদের একজন অভিভাবক। গত এক বৎসর যাবত ওই মধুর সুরে নাম ধরে ডাকা, শাসন, সুপরামর্শ এবং আদর করার লোকটি আর চোখে পড়ে না; আর পড়বেও না। আর শুনবো না তার ডাক। তার আত্মার মাগফেরাত কামনা করছি।