নিহত অলি মিয়া উপজেলার তাতুয়াকান্দি গ্রামের মৃত শহীদ মিঞার ছেলে। তিনি ছলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ছিলেন।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামের বহু মামলার আসামি ইকবাল হোসেনের সাথে অলি মিয়ার এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছি। রোববার বিকালে গ্রামের একজনের জানাজা শেষে বাড়ি ফেরেন। পরে ইকবাল ও তার লোকজন অলি মিয়াকে বাড়ি থেকে তুলে পাশের জমিতে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও টেঁটাবিদ্ধ করে। তাকে গুরুতর আহত অবস্থায় বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রঞ্জন বর্মণ জানান, নিহত অলি মেম্বারকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।
নিহতের ছোট বোন কল্পনা বেগম জানান, আমার ভাই বাড়ি ফেরার পর সন্ত্রাসী ইকবালসহ ১০-১৫ জনের একটি দল আমাদের বাড়িতে এসে বাড়ি ঘেরাও করে আমার ভাইকে ধরে নিয়ে বাড়ির পাশে জমিতে নিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। আমরা ভাইকে হাসপাতাল নিয়ে গেলে ডাক্তার বলে আমার ভাই মারা গেছেন। আমি ভাই হত্যার বিচার চাই।
এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, আজকে অলি মেম্বারের ওপর ইকবালের লোকজন হামলা চালায়, তাকে সরকারি হাসপাতালে নিয়ে গেলে মারা যায়। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। আমরা আসামি ধরতে অভিযান চালাচ্ছি।