কসবা আড়াইবাড়ী দরবার শরীফের বার্ষিক মাহফিল সম্পন্ন

ব্রাহ্মণবাড়িয়া, 29 January 2023, 95 বার পড়া হয়েছে,

শেখ মো. কামাল উদ্দিন : উপমহাদেশ খ্যাত আলেমে দ্বীন ঐতিহ্যবাহী আড়াইবাড়ী দরবার শরীফ ও আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা পীরে কামেল আল্লামা আবু সাঈদ আসগর আহমাদ আল-কাদেরী (র.) সাহেবের ৮৪ তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিলের সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, হতরত মাওলানা এবিএম গোলাম কিবরিয়া সাঈদী গতকাল শনিবার বাদ ফজর আখেরী মোনাজাতের মাধ্যমে সম্পন্ন করেন।
সভাততি গত শুক্রবার বাদ জুময়া দরবার শরীফের বার্ষিক মাহফিলের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেন।
বাদ মাগরিব দরবার শরীফের বর্তমান গদ্দিনেশিন পীর হযরত মাওলানা মুহাম্মদ গোলাম খাবীর সাঈদী মুরিদান-মুহিব্বিন ও ধর্মপ্রাণ মুসলিম জনতার উপস্থিতিতে তা’লিম, জিকির-আযকার করেন।
হযরত মাওলানা ড. উসমান গনীর উপস্থাপনায় মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রিন্সিপাল আল্লামা ড. সাইয়্যেদ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরী।
অন্যান্যদের ওয়াজ করেন, ড. ফয়জুল হক, মাওলানা এম হাসিবুর রহমান, হযরত মাওলানা মুহাদ্দিস আবু নসর আশ্রাফী, অধ্যক্ষ কবির আহমাদ, মুহাদ্দিস নুরুজ্জামান, মাওলানা

ক্বারী আবদুল কাইয়ূম মিয়াজী, মাওলানা মিজানুর রহমান আতিকী, পীরজাদা গোলাম কবির সাঈদী, মাওলানা রফিকুল ইসলাম ভূইয়া, মাওলানা ওবাইদুস সোবহান মামুন সাঈদীসহ দেশ বরেণ্য ওলামায়ে কেরাম।
শনিবার বাদ ফজর আখেরী মোনাজাত পরিচালনা করেন সভাপতি পীরজাদা গোলাম কিবরিয়া সাঈদী সাহেব। এতে মুসলিম জনতার সুখ- সমৃদ্ধি কামনা করা হয়।