ওয়ার্ল্ড হিউমিনিটি রেভুলেশন পর্তুগাল’র দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রবাসী খবর, 23 January 2023, 185 বার পড়া হয়েছে,

নিজস্ব প্রতিবেদক : ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ’কে নিবন্ধন দিতে হাইকোর্টের রায় সুপ্রিম কোর্ট কর্তৃক বহাল রাখার সিদ্ধান্তে ওয়ার্ল্ড হিউম্যনিটি রেভলুশন পর্তুগাল কস্তা দি কাপরিকা পর্তুগাল- এ রবিবার (২২ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮ টায় এক আলোচনা সভা ও সালাতুসালাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ‘জনতার খবর’ এর নির্বাহী সম্পাদক- জাকারিয়া জাকির।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্যমসাং ইঙ্ক দক্ষিণ কোরিয়ার সাবেক সফটওয়ার ইঞ্জিনিয়ার ইমরান হাসান।

ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যনিটি রেভলুশন পর্তুগাল শাখার সভাপতি সোহাগ মুন্সীর সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহণ করেন, আনিসুর রহমান, নাজিম উদ্দিন, ইঞ্জিঃ রিক্তা আফরোজ, ডাঃ আনু ইসলাম, শিক্ষানবীশ আইনজীবী আফরোজা তানজিম।

উল্লেখ্য, দীর্ঘ প্রায় ৫ বছরের আইনি লড়াইয়ের পর আল্লামা ইমাম হায়াত এর ইনসানিয়াত বিপ্লবকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তা ২২শে জানুয়ারি শুনানি শেষে বহাল রেখেছে সুপ্রিম কোর্ট আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের (ইসি) করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের এই আদেশের ফলে রাজনৈতিক দল হিসেবে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের নিবন্ধন পেতে আইনি বাধা নেই বলে সংশ্লিষ্ট আইনজীবী জানিয়েছেন।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ রোববার এ আদেশ দেন। রাজনৈতিক দল হিসেবে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের নিবন্ধনের আবেদন ২০১৮ সালের জুলাই মাসে প্রত্যাখ্যান করে ইসি। এর বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মহাসচিব রেহান আফজাল রাহবার। রিটের চূড়ান্ত শুনানি নিয়ে ২০১৮ সালে এপ্রিল মাসে হাইকোর্ট রায় দেন। হাইকোর্টের রায়ে রাজনৈতিক দল হিসেবে ইনসানিয়াত বিপ্লবকে অবিলম্বে নিবন্ধন দিতে ইসিকে নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইসি একই বছরের ডিসেম্বর মাসে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে, যা আজ খারিজ হলো।

আদালতে ইসির পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এডভোকেট ইয়াছিল আলী। ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মহাসচিব রেহান আফজাল রাহবারের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার সাঈদ রেজা।

আইনজীবী ব্যারিস্টার সাঈদ রেজা বলেন, আল্লামা ইমাম হায়াত এর ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তা বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট। ফলে রাজনৈতিক দল হিসেবে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের নিবন্ধন পেতে আইনি বাধা নেই।