মো. রুহুল আমিন : চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক গ্রামের দরিদ্র সিএনজি চালক জাহাঙ্গীর আলম (৩৮), পিতা-মৃত.আঃ ছমিদ ছকিদার কিডনীতে পাথরের কারনে কাজ করতে অক্ষম। দীর্ঘদিন ধরে যথোপযুক্ত ও প্রয়োজনীয় চিকিৎসা করতে না পেরে বর্তমানে তার অবস্থা সঙ্কটাপন্ন। জাহাঙ্গীর আলম ঢাকার পিজি হাসপাতালে কিডনীরোগ বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডাঃ সোয়েব নোমানীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
অসহায়, সম্বলহীন দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম জাহাঙ্গীর আলমকে বাঁচাতে হলে দ্রুত চিকিৎসা করা প্রয়োজন। জন্মের পর থেকে তার শরীরে রক্ত কনিকা জন্মায় না। থেলামসিয়া রোগের কারনে প্রতি মাসে তাকে রক্ত নিতে হয়। আর এই ব্যয়বহুল চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। তার চিকিৎসাব্যয় বহন করতে গিয়ে ইতোমধ্যে পরিবারটি নিঃস্ব ও সর্বস্বান্ত হয়ে পড়েছে। স্বল্প সময়ে চিকিৎসা না হলে তার জীবন প্রদীপ যেকোন সময় নিভে যেতে পারে বলে চিকিৎসক জানিয়েছেন। এমন অবস্থায় তিনি চিকিৎসার জন্য সমাজের বিত্তশালী-স্বচ্ছল মানুষদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন।
বিত্তশালী-হৃদয়বানগন অসহায় এই ব্যক্তির পাশে দাঁড়ালে তিনি হয়তো আবারও সুস্থ্য হয়ে উঠতে পারেন। ফিরে যেতে পারবেন তার পূর্বের পেশায়।
যোগাযোগ এবং সাহায্য পাঠানোর জন্য মোবাইল : ০১৮৬০৮২৬৬৫১(বিকাশ পার্সোনাল)।