যে কারণে ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন জিয়াউল হক

ব্রাহ্মণবাড়িয়া, 20 January 2023, 83 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন মহাজোট থেকে নির্বাচিত দুইবারের সাবেক এমপি অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে নিজ বাসভবনে তিনি সাংবাদিকদের জানান, স্বল্প সময়ের জন্য এমপি হয়ে জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণ করা সম্ভব হবে না। পরিবারের কিছুটা চাপও রয়েছে ভাঙ্গা নির্বাচন না করার জন্য। তাই তিনি আসন্ন নির্বাচন করবেন না। তার পক্ষে আর কোনো ধরনের প্রচারণাও হবে না বলে জানিয়েছেন।

তিনি আরও বলেন, আগামী ১ ফেব্রুয়ারির উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম। দীর্ঘ দিন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের দল জাতীয় পার্টির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহবায়ক ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান পদে থেকে এ আসনে পরপর দুইবার এমপি নির্বাচিত হয়েছি। হুসেইন মুহম্মদ এরশাদ সূচিত বহুমুখী উন্নয়নের ধারায় নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করেছি।