শিক্ষক নেতা আবু ইউসুফ ভূইয়া আর নেই

ব্রাহ্মণবাড়িয়া, 18 January 2023, 189 বার পড়া হয়েছে,
শেখ কামাল উদ্দিন,কসবা প্রতিনিধি : না ফেরার দেশে চলে গেলেন বরেণ্য শিক্ষক নেতা কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও সমাজসেবক মো: আবু ইউসুফ ভুইয়া (৫৬)। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ম্যাসিভ হার্ট এ্যাটাকে গত ১৮ জানুয়ারি বুধবার সন্ধ্যায় কুমিল্লা সিটি কর্পোরেশনের সিডিপ্যাথ হাসপাতালে আইসিইউতে (নিবিড় পরিচর্যায়)  চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি বয়োবৃদ্ধ পিতা, তিন ছেলে, স্ত্রী, ভাই-বোন, আত্মীয় স্বজন, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কুমিল্লা সিডিপ্যাথ হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক তৃপ্তিষ চন্দ্র ঘোষ জানান, হার্ট এট্যাকের পর চিকিৎসাধীন অবস্থায় তিনি পুনরায় হার্ট এট্যাকে আক্রান্ত হন চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সর্বজন শ্রদ্ধেয় ওই শিক্ষাগুরুর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে কুমিল্লা সিডিপ্যাথ হাসপাতালে পরিবার-পরিজন, বন্ধুবান্ধব, সহকর্মী আর শুভাকাঙ্খীদের ভিড় বাড়তে থাকে। তিনি পরিবারবর্গ নিয়ে কুমিল্লার ঠাকুরপাড়া এলাকায় নিজ ফ্ল্যাটে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা গ্রামের নিজ বাড়ীতে বসবাস করতেন। তিনি কুমিল্লাস্থ কসবা উপজেলা কল্যাণ সমিতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতির সদস্য নিবন্ধিত ছিলেন।
সমাজসেবক আবু ইউসুফ ভূইয়া ছিলেন, কসবা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, কসবা উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক, কসবা পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক, কসবা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক তিন বারের নির্বাচিত সাধারণ সম্পাদক, বাংলাদেশ স্কাউটস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাবেক সহ-সভাপতি, কসবা উপজেলা কমিশনার ও বর্তমান সদস্য, বাংলাদেশ স্কাউটস কসবা উপজেলার বর্তমান সহ-সভাপতি এবং কমিশনার, কসবা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাবেক সদস্য সচিব, পানিয়ারূপ উচ্চ বিদ্যালযয়ের সাবেক দুইবার নির্বাচিত অভিভাবক সদস্য, আকছিনা মাইলস্টোন প্রি ক্যাডেট স্কুল’র প্রতিষ্ঠাতা সভাপতি, আকছিনা- কুল্লাবাড়ী মডার্ণ হাই স্কুল’র সভাপতি, কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক।
মরহুমের লাশ কসবা উপজেলার কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা নিজ বাড়ীতে পৌঁচেছে। তাঁর নামাযে জানাযা বাদ জোহর নিজ গ্রাম আকছিনায় অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়। তাঁর মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে।