সরাইলে মেম্বারের ভাইয়ের মাদক ব্যবসা, অবশেষে ফেন্সিডিল-ইয়াবাসহ ধরা

ব্রাহ্মণবাড়িয়া, 3 January 2023, 90 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফেন্সিডিল ও ইয়াবাসহ কামরুল ইসলাম (৪৫) নামের চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (০১ ডিসেম্বর) রাতে পুলিশের অভিযানে সরাইল ইউনিয়নের কুট্টাপাড়া মোড়ে আজম মার্কেটের একটি পরিত্যক্ত সেমিপাকা ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কামরুল ইসলাম সরাইলের পূর্ব কুট্রাপাড়া গ্রামের মৃত শহীদুল ইসলামের ছেলে এবং একই ইউনিয়নের ৮নং ইউপি সদস্য মনিরুল ইসলাম শ্যামলের ছোট ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কামরুল দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল। প্রভাবশালী পরিবারের হওয়ায় স্থানীয়রা প্রতিবাদ করার সাহস পাচ্ছিল না। অবশেষে রোববার রাতে তাকে ৪ বোতল ফেন্সিডিল, ৩৯৬ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের ৫ হাজার ২০০ টাকাসহ গ্রেফতার করা হয়।

এই বিষয়ে সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন জানান, কামরুলের ছেলে সাব্বিরও মাদক ব্যবসা করতো। সাব্বির প্রবাসে চলে গেলেও তার বাবা কামরুল মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। তাকে আজ আদালতে প্রেরণ করা হবে।