হোসেনপুর গাউছিয়া হাশেমীয়া সেকান্দরআলী সুন্নিয়া মাদ্রাসায় ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

ধর্ম, 2 January 2023, 93 বার পড়া হয়েছে,
মোঃ রুহুল আমিনঃ চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর গ্রামে অবস্থিত হোসেনপুর গাউছিয়া হাশেমীয়া সেকান্দর আলী সুন্নিয়া ফাজিল মাদ্রাসার আয়োজনে এক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর (শনিবার) হোসেনপুর গাউছিয়া হাশেমীয়া সেকান্দরআলী সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ময়দানে বাদ আসর নামাজের পর থেকে শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। ।
উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান মিন্টু।
বর্ণিত ওয়াজ ও দোয়ার মাহফিলে সভাপতিত্ব করেন, সাইফুল ইসলাম রনি।
উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশে ইসলামকে ব্যবহার করে অনেকগুলি রাজনৈতিক দল আছে যারা মুলত নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য তাদের সকল কর্মকান্ড পরিচালনা করে থাকেন। সমবেত উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্য তিনি প্রশ্ন রেখে বলেন, ১৯৯১ সালে আমাদের দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয় বিএনপি-জামায়াত জোট সরকার। জামায়াত মুখে ওয়াজ করে ইসলামে নারী নেতৃত্ব হারাম। এদিকে আহলে সুন্নাত ওয়াল জামায়াতও বরাবরই ওয়াজ করে থাকেন, নারী নেতৃত্ব হারাম। কিন্তু জোট সরকারের ঐ আমলে জামায়াত নেতা মতিউর রহমান নিজামী ছিলেন, তৎকালীন জোট সরকারের শিল্পমন্ত্রী। আমাদের জাতীয় সংসদে নিয়ম আছে মাথা নীচু করে সংসদে প্রবেশ করার। জামায়াত একদিকে বলে নারী নেতৃত্ব হারাম এবং আল্লাহ ছাড়া কারো নিকট মাথা নত করা যাবে না। অথচ জামায়াত তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য মুখে করা ওয়াজের কথা ভঙ্গ করে। ঐ সময় বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সংসদে গিয়ে তারা তাদের করা ওয়াজের কথা ভঙ্গ করেছে। আমরা এমন ইসলামীক দলগুলো থেকে মুক্তি চাই। আমরা চাই সহি ও হাক্কানী আলেমদের ওয়াজ শুনতে যা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মাওলানা- মুফতিগন করে থাকেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সর্বজনাব আলহাজ্ব মোঃ সাদেকুর রহমান, মোঃ এমরান হোসেন, মীর মোঃ ইমাম হোসেন সম্রাট মহিনউদ্দিন মাহবুব।
সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে ওয়াজ করেন, ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর হজরত আল্লামা আলহাজ্ব ড. কাফিল উদ্দিন সরকার সালেহী। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, হজরত মাওলানা হাসানুর রহমান হোসাইনী নক্সবন্দী। মাহফিলে আরও ওয়াজ করেন, কাযী মুহাম্মদ তোহা হাশেমী, আলমীর শাহ্ আল-ক্বাদেরী শাহ্পুরী, রফিকুল ইসলাম এম.এ আল-ক্বাদেরী,শাহ্জাদা মাওলানা মুফ্তি বদরুদ্দোজা ক্বাদেরী, কাযী মুস্তানজিদ হাশেমী তানজিদ, হাফেজ মাওলানা আব্দুল্লাহ্ আল-মামুন আশেকী।
আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ নুরুল হক ইবনে হাফেজ মোহাব্বত আলী সহ অনেকে।
এসম আরও উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, মোস্তফা চৌধুরীর, আলমগীর হায়দার এবং চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইস্কান্দার মির্জা সুমন প্রমুখ।