বিশিষ্ট কন্ঠশিল্পী ‘সুমাইয়া’র হলুদ সন্ধ্যা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 29 December 2022, 109 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট কিবোডিষ্ট কন্ঠ শিল্পী সাজ্জাদ হোসেন হেলাল এর ২য় কন্যা কন্ঠ শিল্পী সুমাইয়া’র হলুদ সন্ধ্যা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শহরের মৌলভীপাড়াস্থ নিজ বাস ভবনে বৈশাখী শিল্পী গোষ্ঠী ও অংকুর শিশুকিশোর সংগঠনের পরিবেশনায় জমকালো আয়োজনে এ হলুদ সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, বৈশাখী শিল্পী গোষ্ঠীর উপদেষ্টা সাবেক কাউন্সিলর মোস্তাক আহমেদ খোকন, বৈশাখী শিল্পী গোষ্ঠীর উপদেষ্টা জনতার খবর এর সম্পাদক- আদিত্ব্য কামাল, ব্রাহ্মণবাড়িয়া শিল্পী কল্যাণ পরিষদের সভাপতি শফিকুল ইসলাম তৌছির, বৈশাখী শিল্পী গোষ্ঠীর সভাপতি কন্ঠ শিল্পী মোহাম্মদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. আনিসুল হক, বিশিষ্ট প্যাডড্রামস্ ও গিটারিষ্ট বিপু মুন্সি, অংকুর শিশুকিশোর সংগঠনের সভাপতি আনিসুল হক রিপন, বিশিষ্ট কন্ঠ শিল্পী জয়নাল আবেদীন, কন্ঠ শিল্পী অরূপ রায় অপু, কন্ঠ শিল্পী শামিমা বাছির স্মৃতি, বিশিষ্ট তবলাবাদক প্রদীপ সাহা সহ অন্যান্য শিল্পীগণ।