শাহরাস্তির নায়নগর এলাকারবাসির উদ্যোগ ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

সারাদেশ, 29 December 2022, 117 বার পড়া হয়েছে,

মোঃ রুহুল আমিন : চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়নের নায়নগর এলাকারবাসির উদ্যোগ এক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর (বুধবার) নায়নগর নেয়াজের বাড়ি সংলগ্ন মাঠে বাদ আসর নামাজের পর থেকে এই মাহফিল শুরু হয়ে রাত সাড়ে এগারোটায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ কামরুজ্জামান মিন্টু।

মাহফিলে সভাপতিত্ব করেন, মেহের উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবদুর রশিদ পাটওয়ারী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মেহের উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মাহবুব আলম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার বিরোধী দলে থাকা অবস্থায় আপনারা দেখেছেন এদেশে জঙ্গীবাদ, মৌলবাদের যে উত্থান ঘটেছিল ঐ সময় আমরা মনে-প্রাণে আশা করেছিলাম যদি এমন সরকার কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে সত্যিকার অর্থে ইসলাম প্রচারক হাক্কানী আলেম-ওলামাগনের ওয়াজ-মাহফিল থেকে ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মুসলমানেরা আলোর দিশা খুঁজে পাবে। তিনি বলেন, এমন এক সময় ছিল আজকের এই হাক্কানী আলেম-ওলামাদেরকে এক অর্থে বন্দী করে রাখা হয়েছিল। এই অবস্থা সারা দেশের ন্যায় আমাদের এই শাহরাস্তি উপজেলায়ও বিরাজমান ছিল। এই হাক্কানী আলেম-ওলামাগন কোন মজলিসে ওয়াজ করতে গেলে এক শ্রেণির যুবকেরা এসে মাহফিল বন্ধ বা ভেঙ্গে দিত। আমাদের প্রত্যাশিত মুক্তিযুদ্ধের পক্ষের সেই সরকার বর্তমানে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন আছেন এবং হাক্কানী আলেম-ওলামাদেরকে ওয়াজ-মাহফিল করার পরিবেশ তৈরি করে দেয়া হয়েছে। আমরা আশা করি আপনাদের ওয়াজ-মাহফিল করার এই পরিবেশ অব্যাহত থাকবে।

উক্ত মাহফিলে প্রধান বক্তা ছিলেন, শায়েখ মোঃ আবু সুফিয়ান খাঁন আবেদী আল-ক্বাদেরী।

বিশেষ বক্তা হিসাবে উপস্থিত থেকে ওয়াজ করেন, হজরত মাওলানা মোঃ আমির হোসাইনী কালিয়াপুরী।

এছাড়াও আরও ওয়াজ করেন, হজরত মাওলানা ওসমান রেজা, হজরত মাওলানা হাফেজ মুহাম্মদ আবুল হোসেন আল ক্বাদেরী, মৌলভী মুহাম্মদ মনির হোসেন আল-ক্বাদেরী শাহপরী, হজরত মাওলানা মুফতি মোঃ হোসাইন আহমদ আল-ক্বাদেরী আল-আবেদী এবং হাফেজ আবুল হোসেন।

উক্ত মাহফিলে সঞ্চালনা করেন, হজরত মাওলানা মোঃ সাদ্দাম হোসেন আল-আবেদী।

বর্ণিত ওয়াজ ও দোয়ার মাহফিল এলাকার বিভিন্ন গ্রামের ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষজন উপস্থিত ছিলেন। উপস্থিত মুসলিম জনতা পবিত্র আল-কোরআন ও হাদিসের আলোকে ইহলৌকিক জীবনে করণীয় ও পরকালের জীন্দেগী সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা শুনে জীবন পরিচালনায় বাস্তব জ্ঞান অর্জন করার সুযোগ লাভ করেন।