সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মুক্তধারা সাহিত্য অঙ্গনের পিঠা উৎসব

ব্রাহ্মণবাড়িয়া, 26 December 2022, 142 বার পড়া হয়েছে,
ডেস্ক রিপোর্ট : মুক্তধারা সাহিত্য অঙ্গন এর উদ্যোগে স্বপ্নের ব্রাহ্মণবাড়িয়া আদর্শ পাঠশালার অসহায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে পিঠা উৎসব ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা করেছে মুক্তধারা সাহিত্য অঙ্গন।
শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টায় ব্রাহ্মণবাড়িয়ার টেংকের পাড় ১নং পুলিশ ফাড়ি আঙ্গিনা প্রাঙ্গণে এ পিঠা উৎসব ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব আফজালুর রহমান রিপনের উপস্থাপনায় এতে উপস্থিত ছিলেন, কথা সাহিত্যিক কবি আমির হোসেন, প্রতিষ্ঠাতা চেতনায় স্বদেশ গণ গ্রন্থাগার। শিক্ষানুরাগী আতাউর রহমান শাহীন, সভাপতি ফাইভ স্টার ক্লাব ও সিনিয়র সহ-সভাপতি জেলা নাগরিক ফোরাম। মুক্তধারা সাহিত্য অঙ্গনের উপদেষ্টা, কবি ও গীতিকার দেওয়ান মারুফ। মুক্তধারা সাহিত্য অঙ্গনের উপদেষ্টা কবি এডভোকেট হুমায়ুন কবির। সজীব ভট্টাচার্য্য, সদস্য সচিব সাংস্কৃতিক জোট। মুক্তধারা সাহিত্য অঙ্গনের সভাপতি কবি মাজহারুল ইসলাম। মুক্তধারা সাহিত্য অঙ্গন সাধারণ সম্পাদক, কোহিনূর আক্তার প্রিয়া। মুক্তধারা সাহিত্য অঙ্গনের সাংগঠনিক সম্পাদক, এইচ সেলিম মোহাম্মদ। নান্দনিক উপস্থাপক, আব্দুল মতিন শিপন। মিনহাজ নবী খান (পলাশ) সহ সম্পাদক তিতাস বার্তা। কবি রোকেয়া রহমান কেয়া, কথা সাহিত্যিক ও চেয়ারম্যান রোকেয়া সাহিত্য পরিষদ। সমাজ সেবক কবি আজিজা সোপান, প্রতিষ্ঠাতা গাজিউর রহমান কল্যাণ সংস্থা। এডভোকেট রশিদ। মুক্তধারা সাহিত্য অঙ্গন বিশেষ সদস্য কবি আল আমিন তুষার, মুক্তধারা সাহিত্য অঙ্গন এর সহ প্রচার সম্পাদক ডাক্তার মোহাম্মদ মাহবুব সরকার। আদিত্ব্য কামাল, সম্পাদক- জনতার খবর।