মানবজাতী একটি ইস্যুতে ঐক্যবদ্ধ : মেজর (অবঃ) রফিকুল ইসলাম এমপি

সারাদেশ, 25 December 2022, 115 বার পড়া হয়েছে,
মোঃ রুহুল আমিন, বিশেষ প্রতিনিধি : ২৫ ডিসেম্বর (রবিবার) চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের প্রাচিনতম ‘ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে’র ১২৫ বছর পূর্তি উপলক্ষে এক পুনর্মিলণী অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠ শেষে পুনর্মিলণী অনুষ্ঠানের আহবায়ক মুহাম্মদ কবীর হোসেনের স্বাগত বক্তব্যের মাধ্যমে মূল অনুষ্ঠানের কার্য়ক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের ১ নম্বর সেক্টর কমান্ডার, সাবেক সফল স্বরাষ্ট্র মন্ত্রী, চাঁদপুর(শাহরাস্তি-হাজীগঞ্জ)-৫ আসন হতে বারবার নির্বাচিত সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
দিনব্যাপী অনুষ্ঠানের কর্মসূচির শুরুতে সকাল ৮ ঘটিকায় রেজিষ্ট্রেশন এর মাধ্যমে দিনের অনুষ্ঠান আরম্ভ হয়। বেলা এগার ঘটিকায় প্রধান অতিথি সহ সকল আমন্ত্রিত অতিথিদেরকে অনুষ্ঠান মঞ্চে ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীগন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এই বিদ্যালয়ের একটি গৌরব উজ্জল ইতিহাস রয়েছে। আজকের এই পুনর্মিলণী অনুষ্ঠানে বিদ্যালয়ের ‘নতুন এবং পুরাতন এই দুইয়ের এক অভুতপূর্ব মিলন ঘটেছে’।
 প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, আপনারা যদি সময় পান তাহলে নতুন যারা আছেন, তাদের সাথে আপনাদের পুরনোদিনের স্মৃতিচারণ করলে তারা অনেক কিছু জানতে পারবে। কিন্তু আমাদের একটি কথা মনে রাখতে হবে আমাদের বয়সী যারা আছেন, যারা অনেক আগে শিক্ষা জীবন শেষ করেছেন আমাদের স্বপ্নের সাথে আজকে যারা ছাত্র-ছাত্রী তাদের স্বপ্নের কোন মিল থাকবে না। আমরা এক ধরনের স্বপ্ন দেখেছি, আমরা এক ধরনের জীবনে অভ্যস্ত ছিলাম। আজকের ছেলে-মেয়েরা ও আজকের ছাত্র-ছাত্রীরা পৃথিবীকে ভিন্ন আঙ্গিকে দেখে। তাদের নিকট সমগ্র সৌরজগত তাদের পৃথিবী। মহাবিশ্ব মহাকাল ছাড়িয়ে যত নক্ষত্র আছে সেসব নক্ষত্র হলো তাদের পৃথিবী। কাজেই আমাদের স্বপ্নের সাথে আজকের প্রজন্মের স্বপ্নের অনেক পার্থক্য রয়েছে। আমাদেরকে এই জিনিসটি অনুধাবন করতে হবে। কিন্তু সকলেরই জীবনে একটি স্বপ্ন থাকে আর সেইস্বপ্ন নিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হয়, যেতে হবে।
তিনি আরও বলেন, আমাদের একটি মৌলিক স্বপ্ন হল, যে স্বপ্ন নিয়ে পৃথিবীর মানবজাতী যেকোন ধর্ম-বর্ণ বাধা হউক একই ফ্ল্যাটফর্মে ‘মানবজাতী একটি ইস্যু এসেছে, একটি ইস্যুতে ঐক্যবদ্ধ হয়েছে সেটা হচ্ছে, জাষ্টিস, দ্যা ফ্লাটফর্ম অব জাষ্টিস, ন্যায় বিচারের যে ফ্লাটফর্ম সেখানে মানব জাতী ধর্ম-বর্ণ বাধাহীন ভাবে ঐক্যবদ্ধ হয়েছে এবং পৃথিবীতে যতদিন মানুষ থাকবে ঐ একটি ফ্লাটফর্মে সকলে একত্রিত হতে পারবে। অন্য সকল ক্ষেত্রে মানুষের মতপার্থক্য থাকলেও থাকতে পারে।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য ড. শিরীণ আখতার।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন, শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদ, শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আবদুল লতিফ, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক জুলফিকার মোহাম্মদ আনোয়ার।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রফেসর ড. মোয়াজ্জেম হোসেন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রণালয়ে কর্মরত উপ-সচিব ড. আনোয়ার হোসেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য জামাল উদ্দিন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও মির্জাপুর ক্যাডেট কলেজের সাবেক অধ্যক্ষ নুরুল হোসেন, পুনর্মিলণী অনুষ্ঠানের সদস্য সচিব কাজী শাহ্ জাহান শানু, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ ইয়ামিন, প্রাক্তন শিক্ষার্থী ইঞ্জিনিয়ার মুকবুল হোসেন, এবং বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শাহরাস্তি মডেল থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন, হাজীগঞ্জ থানার ওসি জোবাইর সৈয়দ, চাঁদপুর জেলা পরিষদের সদস্য মোঃ জাকির হোসেন পাটওয়ারী, শাহরাস্তি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মদ ইরান,সূচিপাড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফা কামাল মজুমদার
উক্ত অনুষ্ঠানটিতে যৌথভাবে সঞ্চলকের দায়িত্ব পালন করেন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও চাঁদপুর সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের সহকারি অধ্যাপক নূরুন নাহার ডলি এবং বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সিনিয়র শিক্ষক আবুল বাসার।
বর্ণিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান বহু শিক্ষার্থী উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।