ব্রাহ্মণবাড়িয়ায় লরির চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ব্রাহ্মণবাড়িয়া, 20 December 2022, 95 বার পড়া হয়েছে,

নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় উল্টো পথে ঢুকে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চলে গিয়ে লরির নিচে চাপা মো. আনিস (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার আহরন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনিস সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের আমীর হোসেনের ছেলে। এই ঘটনায় পীর এলাকার জুয়েল (২৪) ও ঘাটুরা এলাকার বাসির (২৮) নামে আরও দুই যুবক আহত হয়েছেন।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে তিনজন ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে কুমিল্লা অভিমুখে যাচ্ছিলেন। আহরন্দ এলাকায় মূল সড়ক ছেড়ে উল্টো পথে ঢুকে মোটরসাইকেলটি চালিয়ে যাচ্ছিলেন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত ও দুইজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠান। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। নিহতের লাশ পুলিশের হেফাজতে রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) নাহিদ হোসেন জানান, মোটরসাইকেলটি ভুল পথ (রং সাইড) দিয়ে যাওয়ার সময় লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেল আরোহীর পড়নে হেলমেট ছিল না। মোটরসাইকেলটিও নম্বরবিহীন ছিল। আমরা হাইওয়ে পুলিশের কাছে মরদেহ বুঝিয়ে দিয়েছি।