 
									
									গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
											4 July 2021, 
											1860404 বার পড়া হয়েছে, 
										
									 
					 
									মো.রুবেল মিয়া,সরাইল : ৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৬ ই ডিসেম্বর, শুক্রবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী আসন-৩১২ এর সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলী আজাদ)। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ইসমত আলী, উপজেলা সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ, সরাইল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন প্রমুখ।