দায়িত্ব নিলেন ব্রাহ্মণবাড়িয়ার নবাগত এসপি শাখাওয়াত হোসেন

ব্রাহ্মণবাড়িয়া, 14 December 2022, 161 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন দায়িত্বভার গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিদায়ী পুলিশ সুপার মো. আনিসুর রহমানের কাছ থেকে তিনি আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার বুঝে নেন।
নবাগত পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন দায়িত্ব গ্রহণের পর পরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তার সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জয়নাল আবেদীন, সকল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারগণ, জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ।

পরে তিনি পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত পুলিশ অফিসারদের সাথে মতবিনিময় করেন।
এরআগে, গত ২৪ নভেম্বর রাষ্ট্রপতি আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. আনিসুর রহমানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলী করা হয়। তার স্থলে পদায়ন করা হয় গাজীপুর মহানগরের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শাখাওয়াত হোসেনকে।

বিদায়ী পুলিশ সুপার আনিসুর রহমান ২০১৯ সালের জুলাই মাসে ব্রাহ্মণবাড়িয়া জেলায় যোগদান করেন। তিনি প্রায় সাড়ে ৩ বছর ব্রাহ্মণবাড়িয়া জেলায় পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।