বুধবার রাত সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জান্নাত মারা যায়। এর আগে বিকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজলোর সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামে ভিমরুল কামড়ানোর ঘটনা ঘটে। জান্নাত ঘাটুরা গ্রামের কাঠবাড়িয়া এলাকার হানিফ মিয়ার মেয়ে।
এ ছাড়া আক্রান্ত দুই শিশু জান্নাতের ভাই মাইনুল (৭) ও তার চাচাতো ভাই জসিম মিয়ার মেয়ে তাবাসসুম (৫)।
তাদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল ৫টার দিকে ঘাটুরা গ্রামের কাঠবাড়িয়া এলাকায় হানিফ মিয়ার বাড়ির উত্তর পাশে একটি ঝোপের পাশে তারা খেলা করছিল। সেই সময় তারা খেলতে খেলতে ঝোপের ভেতরে চলে গেলে সেখানে থাকা ভিমরুল তাদের কামড় দেয়।
পরে স্থানীয় লোকজন চিৎকার শুনে আহতাবস্থায় তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে ওই দিনই রাত ৯টায় হাসপাতালের শিশু ওয়ার্ডে জান্নাত মারা যায়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক খান রিয়াজ মাহমুদ জিকু জানান, ভিমরুল কামড়ানোর ফলেই জান্নাত চিকিৎসাধীন মারা গেছে। এ ঘটনায় অন্য দুই শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।