গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1150163 বার পড়া হয়েছে,
স্থানীয় বাসিন্দা রিপন মিয়া নামের এক প্রত্যক্ষদর্শী জানান, সকালে ট্রাক্টরে করে বালু পরিবহনে কাজ করছিলেন খাইরুল। বালু পরিবহনকালে ঈশাননগর মোড়ে দোকান থেকে চালকের জন্য পান কিনতে ট্রাক্টরটি গতি কমানো হলে খাইরুল লাফ দিয়ে নিচে নামতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলে চলন্ত ট্রাক্টরটি তাঁর ওপর উঠে যায়। এ সময় চাকার নিচে পড়ে মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই মারা যান খাইরুল।
নিহতের বাবা মাহিনুর খান জানান, খাইরুল গত এক সপ্তাহ ধরে বালুবাহী ট্রাক্টরের হেলপারের কাজ নেন। তাঁর ইচ্ছে ছিল ট্রাক্টরে কাজ করে সংসারের হাল ধরার পাশাপাশি টাকা জমিয়ে একটি মোটরসাইকেল কেনার।
কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।