আশুগঞ্জে গাঁজাসহ ট্রাক জব্দ, দুই মাদক ব্যবসায়ী আটক

ব্রাহ্মণবাড়িয়া, 7 December 2022, 84 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পাচারকালে ট্রাক থেকে ১৬ কেজি ১০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
মঙ্গলবার (০৬ ডিসেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হোটেল রাজমণির সামনে অভিযান চালিয়ে ট্রাক থেকে গাঁজা উদ্ধার হয়। এসময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার গাছাবাড়ি গ্রামের আমজাদ হোসেনের ছেলে
মো. সোহাগ (২৪) ও পঞ্চগড় জেলা সদরের বশুনিয়া লাড়ার ফয়জুল ইসলামের ছেলে মো. মানিক(২৩)।

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী জানান, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার রাজমনী হোটেলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময় ঢাকাগামী একটি মিনি ট্রাকে তল্লাশী করে হয়। তল্লাশিকালে ট্রাকের মধ্যে বাঁশের নিচে অভিনব কায়দায় রক্ষিত অবস্থায় ০৩ টি বান্ডিল কস্টেপে মোড়ানো মোট ১৬ কেজি ১০০গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। এসময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।