সীমান্ত সম্মেলনে যোগ দিতে ভারতে বিজিবি প্রতিনিধিদল

ব্রাহ্মণবাড়িয়া, 7 December 2022, 99 বার পড়া হয়েছে,
জাকারিয়া জাকির : বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) উচ্চ পর্যায়ের তিনদিনের সীমান্ত সম্মেলনে যোগ দিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র একটি প্রতিনিধি দল ভারতে গেছেন।
বুধবার (০৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিনিধি দলটি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা পৌঁছায়।

প্রতিনিধি দলটি আখাউড়া-আগরতলা চেকপোস্ট শূণ্য রেখায় পৌঁছলে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) ভারতের ত্রিপুরা রাজ্যের গকূলনগর সেক্টর কমান্ডার রাজেশ কুমার তাদের ফুলেল শুভেচ্ছা এবং উত্তরীয় পরিয়ে অভ্যর্থনা ও স্বাগত জানান।

পরে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা স্থলবন্দরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিনিধি দলটিকে বর্ডার সিকিউরিটি র্ফোস (বিএসএফ) স্থানীয় গার্ড অব অনার প্রদান করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দক্ষিণ-পূর্ব অঞ্চলের (চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার) ব্রিগেডিয়ার জেনারেল তানভীর গণি চৌধুরী নেতৃত্বে বিজিবির ১৩ সদস্যদের প্রতিনিধি দলের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সেক্রেটারি কাকলি সাহা রয়েছেন।

তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানান ভারতের ত্রিপুরা রাজ্যে আগরতলায় ৭ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত সীমান্ত সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা হবে। প্রতিনিধি দলটি ৯ ডিসেম্বর বিকালে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থল বন্দর চেকপোস্ট দিয়ে দেশে ফিরে আসবে বলে কথা রয়েছে। প্রতিনিধি দলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চট্টগ্রাম ছাড়াও ময়মনসিংহ, সিলেট, খাগড়াছড়ি এবং ব্রাহ্মণবাড়িয়ার রিজিয়ন ও সেক্টর কমান্ডারগণ রয়েছেন।
প্রতিনিধি দলের প্রধান তানভীর গনি চৌধুরী জানান, রিজিয়ন কমান্ডার পর্যায়ের এ বৈঠকে দুইদেশের সীমান্তের নানা ইস্যু নিয়ে আলোচনা হবে। বিজিবির সুনির্দিষ্ট কিছু ইস্যু আছে। আলোচনা ফলপ্রসু হবে বলে আশা প্রকাশ করছি।