পুলিশের গুলিতে ছাত্রদলের নেতা নয়ন হত্যার প্রতিবাদে নাসিরনগরে ছাত্রদলের বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া, 20 November 2022, 86 বার পড়া হয়েছে,

মোঃতাকিউল ইসলাম,নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলায় আগামী ২৬ তারিখ কুমিল্লা বিএনপির বিভাগীয় গণ সমাবেশ উপলক্ষে লিফলেট বিতরণ কালে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়,এসময় পুলিশ গুলি চালালে সোনারাম পুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নয়ন গুলিবিদ্ধ হয়,সেই সময়ে ঢাকা নেওয়ার পথে মারা যায়।

এর প্রতিবাদে জেলা ছাত্রদলের কর্মসূচি হিসেবে নাসিরনগর উপজেলা ছাত্রদল, আজ দুপুরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করেন, এসময় বক্তারা নয়ন হত্যায় জড়িত পুলিশ সদস্যের বিচারের দাবি করেন । উক্ত বিক্ষোভ মিছিলে উপজেলা ছাত্রদলের আহবায়ক জমসেদ মিয়ার সভাপতিত্বে সদস্য সচিব  পণি চৌধুরীর সঞ্চালনায় আরও উপস্তিত ছিলেন যুগ্ম-আহবায়ক তাকিউল ইসলাম, যুগ্ম-আহবায়ক শরিফ উদ্দিন ভূইয়া,যুগ্ম-আহবায়ক তোফায়েল আহমেদ, কলেজ শাখার আহবায়ক ইয়াছিন মাহমুদ,সদস্য সচিব খাইরুল বাশার, উপজেলার সিনিয়র সদস্য মোজাহিদুল ইসলাম,ফারুক খান, সোহাগ আহমেদ, ফান্দাউক ইউ/পির সভাপতি আবুল খায়ের,চাপরতলা ইউ/পির সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম,সদর ইউ/পির সহ-সভাপতি মামুন মিয়া,পূর্বভাগ ইউ/পির সাধারণ সম্পাদক আল আমিন,বুড়িশ্বর ইউ/পির যুগ্ম-সম্পাদক সায়েম আহমেদ, সদর ইউ/পির প্রচার সম্পাদক আরাফাত চৌধুরী প্রমুখ।