সরাইলে ব্যাংকের ভেতরে টাকা গুনছিলেন নারী, ছিনিয়ে দৌড় ছিনতাইকারীর

ব্রাহ্মণবাড়িয়া, 16 November 2022, 112 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ব্যাংকে টাকা গননার সময় তা ছিনিয়ে নিয়ে পালানোর সময় আবুল কালাম(৫২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা সদরে সোনালি ব্যাংকে এই ঘটনা ঘটে। গ্রেফতারকৃত আবুল কালাম মাদারীপুর জেলার শিবচর উপজেলার পূর্ব কাকৈর গ্রামের আরশেদ মাতাব্বর প্রকাশ আরশেদ আলীর ছেলে। বিকেলে এই ঘটনায় মামলা দায়েরের পর তাকে আদালতে প্রেরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন জাগোনিউজ’কে জানান, উপজেলার শাহবাজপুর গ্রামের অহিদ মিয়ার স্ত্রী মোছা. সাহেদা বেগম (৪৬) তার ছেলে বাইজিদকে সাথে নিয়ে সোনালী ব্যাংকে আসেন। ব্যাংকে চেকের মাধ্যমে এক লাখ টাকা উত্তোলন করে ভেতরেই গণনা করছিলেন। টাকা গণনার সময় এক ব্যক্তি তাদের কাছে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। তার পেছনে দৌড়ে সাহেদা বেগমের ছেলে বাইজিদ ও ব্যাংকের নিরাপত্তায় থাকা আনসাররা ছিনতাইকারীকে টাকা সহ আটক করেন। পরে খবর দিয়ে ছিনতাইকারীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, আটক ছিনতাইকারী আবুল কালামের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) মামলার রুজু করা হয়েছে। বিকেলে মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোর্পদ করা হয়েছে।এছাড়াও তার বিরুদ্ধে কুমিল্লা চান্দিনা থানা, কিশোরগঞ্জের কুলিয়ার চর থানা, ময়মনসিংহ এর ফুলবাড়ীয় থানায় একাধিক ছিনতাই এর মামলা রয়েছে।