আশুগঞ্জে অভিনব কায়দায় পাচার হচ্ছিল ১০০কেজি গাঁজা, একজন আটক

ব্রাহ্মণবাড়িয়া, 14 November 2022, 95 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে পিকআপের যোগে অভিনব কায়দায় পাচারকালে ১০০ কেজি গাঁজা সহ মো. আলমগীর (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। রোববার (১৩ নভেম্বর) সকালে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা থেকে মাদকদ্রব্য সহ পিকআপটি জব্দ করা হয়েছে। আটক আলমগীর ময়মনসিংহ জেলার তারাকান্দার হড়িয়া গাইবাজার এলাকার আজিজুল মিয়ার ছেলে।

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আক্কাস জানাব, পিকআপের বডির নিচে অভিনব কায়দায় বক্সে করে ও মাছের ড্রামে করে ১০০ কেজি মাদকদ্রব্য গাঁজা পাচারকালে জব্দ করা হয়েছে। এসময় এক মাদক কারবারীকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।