গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
1144403 বার পড়া হয়েছে,
কুকুরের লেজ
হয়নারে সোজা
বানর হয়না ভদ্র
শালীনতা কখনো
বুঝেনারে কাক
গ্রীষ্ম কিংবা ভাদ্র।
ফেরারী মন
বাঁধেনারে ঘর
সুখের করেনা আশা
খুব কাছে থেকেও
কিছু কিছু লোক
বুঝেনা চোখের ভাষা।
হাতের তালুতে
ঢাকা যায়না চাঁদ
পাষান বুঝেনা মন
কঞ্জুস কখনো
বুঝেনা সমাজ
আকঁড়ে থাকে ধন।
বেশি পাকা কভু
মানেনা যুক্তি
পন্ডিতি যায় করে
সময় মতো সে
বুঝে তার ভুল
নিজের কানে ধরে।
ছোট লোক কভু
হয়নারে বড়ো
ছোট থাকে তার মন
আজব পৃথিবী
আজব দুনিয়া
স্বার্থের আয়োজন।