কসবায় অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়া, 4 November 2022, 89 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় আবুল হোসেন বাবু (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার কাইয়ুমপপুর ইউনিয়নের কাইয়ুম গ্রামের একটি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবু ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে।

কসবা থানার পরিদর্শক তদন্ত হাবিবুর রহমান জানান, সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। এবং ঘাতক অটোরিকশাটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।