আখাউড়ায় দুই প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা ভোক্তা অধিকারের

ব্রাহ্মণবাড়িয়া, 26 October 2022, 78 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় অভিযান চালিয়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার সড়ক বাজার ও হাসপাতাল রোড এলাকায় এই অভিযান চালান জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান।

ভোক্তা অধিকার সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে উপজেলার সড়ক বাজার এলাকার অভিযানে যান জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান। এসময় সড়ক বাজার নিতাই মিষ্টান্ন ভান্ডারকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি পরিবেশনের অভিযোগে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

পরে ভোক্তা অধিকারের দল উপজেলার হাসপাতাল রোডের বিকল্প ডায়াগনস্টি সেন্টারে অভিযান শুরু করেন তারা। এসময় রেফ্রিজারেটরে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট সংরক্ষণ রাখাসহ বিভিন্ন পরীক্ষার মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে বিকল্প ডায়াগনস্টিক সেন্টারকে ১০হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি পরিশনের দায়ে নিতাই মিষ্টান্ন ভান্ডারকে দুই হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট সংরক্ষণ ও বিভিন্ন পরীক্ষার মূল্য তালিকা প্রদর্শনের অভিযোগে বিকল্প ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।