রোববার (২৩ অক্টোবর) সকালে উপজেলার নয়াদিল মধ্যপাড়ায় এই ঘটনা ঘটে। আল আমিন ওই এলাকার ইউসুফ মিয়ার ছেলে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা সঠিক ভাবে জানা যায়নি।
পুলিশ ও পরিবারের লোকজন জানায়, সকালের দিকে সবার অজান্তে আল আমিন চালের পোকা মারার ওষুধ খেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর বাড়িতে ফিরে এসে সে অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. লুৎফুর রহমান বলেন, হাসপাতালে আনার পর রোগীর স্টোমাক ওয়াশসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে এরই মাঝে বিষক্রিয়া তার শরীরে ছড়িয়ে পড়ে। দুপুরের দিকে তার মৃত্যু হয়।
আখাউড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সরকার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।