ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ৬ লাখ টাকা ছিনতাই

ব্রাহ্মণবাড়িয়া, 2 August 2021, 480 বার পড়া হয়েছে,
আদিত্ব্য কামাল :  ব্রাহ্মণবাড়িয়ায় নান্টু রায়-(৪০) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ৬ লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।
রবিবার (১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে স্টেশন রোড এলাকার চন্দ্রিমা হোটেলের গলিতে এ ঘটনা ঘটে।

ঘটনার পর আহত ব্যবসায়ীকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার মাথার আঘাত গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। আহত ব্যবসায়ী নান্টু রায় শহরের কাজীপাড়া এলাকার মহাপ্রভু রায়ের ছেলে। তিনি আবুল খায়ের কোম্পানির স্টার শিপ কনডেন্স মিল্কের ব্রাহ্মণবাড়িয়া জেলার ডিস্ট্রিবিউটর।

ঘটনার প্রত্যক্ষদর্শী আবুল খায়ের কোম্পানির রিজিউনাল অফিসার লিটন পাল জানান, রবিবার পৌনে ১২টার দিকে ব্যবসায়ী নান্টু রায় স্টেশন রোড এলাকার তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে শহরের কাজীপাড়া এলাকায় যাচ্ছিলেন। এ সময় চন্দ্রিমা হোটেলের গলি দিয়ে যাওয়ার সময় হঠাৎ তার পেছন থেকে ৪-৫ জন যুবক ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। পরে তার সঙ্গে থাকা অন্তত ছয় লক্ষাধিক টাকা নিয়ে পালিয়ে যায়। ছিনতাইকারীরা প্রত্যেকেই মুখোশ পরা ছিল। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

আহত ব্যবসায়ীর চাচাতো ভাই উত্তম রায় জানান, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় নান্টু রায়কে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল আনা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠান।

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফুল রহমান হিমেল জানান, মাথার আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে নান্টু রায়কে ঢাকায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানু্ল ইসলাম বলেন, ছিনতাইয়ের বিষয়ে আমাদের কাছে কোনও তথ্য নেই। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।