শনিবার রাত ১১টায় আশুগঞ্জ শহরের খালপাড় এলাকায় ডি-কম্পার্টমেন্টের একটি ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সাভিস সূত্র জানায়, হঠাৎ রাত ১১টায় আশুগঞ্জ শহরের খালপাড় এলাকায় ডি-কম্পার্টমেন্টের একটি ঘরে আগুন লেগে যায়।
ফায়ার সার্ভিসের আশুগঞ্জ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জিত কুমার জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে ঘরের ভেতরে যা ছিল তা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
এ ঘটনায় সাব্বির নামে ১০ বছরের একটি শিশুসহ আহত হয়েছে তিনজন। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
ক্ষতিগ্রস্ত ঘরের মালিক বকুলী বেগম বলেন, কোনো কিছু বুঝে ওঠার আগেই আমার ঘরে আগুন ধরে যায়। এতে আমার ঘরের যা কিছু রক্ষিত ছিল সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ঘরের মালিক বকুলী দাবি করেন।
তিনি আরও বলেন, এক মাত্র থাকার ঘরটি পুড়ে যাওয়ায় আমাকে খোলা আকাশের নিচে থাকতে হবে। আমার ছোট ছোট ছেলেমেয়ে আছে। তাই আমি সরকারের কাছে একটি ঘর পাওয়ার অনুরোধ জানাচ্ছি।
আশুগঞ্জ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জিত কুমার জানান, কী পরিমাণ ক্ষতি হয়েছে তা আগামীকাল সকালে তদন্তসাপেক্ষ বলা যাবে।
তবে যা বুঝতে পেরেছি, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।