সৌদি-আরবে সড়কদুর্ঘটনায় প্রাণ গেল আখাউড়ার যুবকের

প্রবাসী খবর, 18 October 2022, 101 বার পড়া হয়েছে,

সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মো. মাঈনুদ্দীন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার বাংলাদেশ সময় সকালের দিকে সৌদি আরবের জেদ্দা শহরে এ দুর্ঘটনা ঘটে।

মাঈনুদ্দীন উপজেলার দক্ষিণ ইউনিয়নের দ্বিজয়পুর গ্রামের মৃত আব্দুল হাকিম মিয়ার ছেলে।

নিহতের বড়ভাই মো. সোলাইমান মিয়া জানান, তার ছোটভাই ১৫ মাস আগে ধারদেনা করে সৌদি আরবে পাড়ি জমান। প্রতিদিনের মতো সোমবার সকালে গাড়িতে করে ডিউটিতে যাচ্ছিলেন। এ সময় তাকে বহনকারী গাড়িকে অপর একটি দ্রুতগতির গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মাঈনুদ্দীনের সংসারে স্ত্রী, দুই কন্যা ও এক ছেলেসন্তান রয়েছে। তার লাশ দেশে আনার প্রক্রিয়া চালানো হচ্ছে বলে জানিয়েছেন তার ভাই।