কসবায় জেলা পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডে মোহাম্মদ আবদুল আজিজ সদস্য পদে নির্বাচিত

ব্রাহ্মণবাড়িয়া, 18 October 2022, 150 বার পড়া হয়েছে,

শেখ মো. কামাল উদ্দিন, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : ব্রা‏হ্মণবাড়িয়ার কসবায় জেলা পরিষদ নির্বাচন শান্তিপর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ৭নং ওয়ার্ডে কসবা উপজেলা যুবলীগ সভাপতি মোহাম্মদ আবদুল আজিজ সদস্য পদে বে-সরকারিভাবে নির্বাচিত হয়। কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে দুপুর ২ টা পর্যন্ত ইভিএম এ ভোট গ্রহণ করা হয়। সিসি ক্যামেরার আওতায় ভোট গ্রহণ চলে। সকাল থেকেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে একজন একজন করে ভোট কক্ষে গিয়ে ভোট প্রদান করেন। কসবা ৭নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মোহাম্মদ আবদুল আজিজ তালা প্রতীকে ৯১ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি মো. জহিরুল হক খান হাতি প্রতীকে ৫৩ ভোট পেয়েছেন।

সংরক্ষিত মহিলা সদস্য পদে রুমানুল ফেরদৌসী ফুটবল প্রতীকে পেয়েছে ১২০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্ধি মারহুমা বেগম মাইক প্রতীকে পেয়েছেন ১৩ ভোট। জেলা পরিষদের চেয়ারম্যান পদে মো. আল মামুন সরকার আনারস প্রতীকে পেয়েছেন ৯৮ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্ধি মো. শফিকুল আলম মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৪৬ ভোট।

প্রিজাইডিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কসবা উপজেলায় জেলা পরিষদের ৭ নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৪৬জন। কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সদস্য মো. মোস্তাক আহাম্মদ তিনি তাঁর স্ত্রী হত্যা মামলার আসামী হওয়ায় ভোট দিতে আসেননি! খাড়েরা ইউনিয়ন পরিষদের একজন সদস্য আবদুর রউফ মারা গেছেন। এ কারণে ১৪৪ জন ভোট প্রদান করেছেন।