ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচন পেশীশক্তির প্রভাবমুক্ত রাখার দাবি

ব্রাহ্মণবাড়িয়া, 10 October 2022, 105 বার পড়া হয়েছে,

জুয়েল মিয়া,নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচন পেশিশক্তির প্রভাবমুক্ত রাখার দাবিতে আখাউড়ায় সংবাদ সম্মেলন করেছে চার সদস্য প্রার্থী।
সোমবার দুপুরে পৌর এলাকার সড়ক বাজারের কারিমা রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে সদস্য প্রার্থী মোহাম্মদ আলী ভূইয়া, মো. সাইফুল ইসলাম, খন্দকার মোস্তাক আহমেদ উপস্থিত ছিলেন। অপর প্রার্থী মো. ইয়াছিনও একাত্মতা প্রকাশ করেন।

লিখিত বক্তব্যে মোহাম্মদ আলী বলেন, ‘আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের আখাউড়া উপজেলা তথা ০৬ নং ওয়ার্ডের সদস্য পদে প্রাথী হয়েছি। নির্বাচনে আমরা ছাড়াও আতাউর রহমান নাজিম নামে একজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যেই আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল এবং তার সাঙ্গপাঙ্গরা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও জোরপূর্বকভাবে জয় ছিনিয়ে নিতে আতাউর রহমান নাজিমকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বলে মিথ্যা অপপ্রচার শুরু করে। কিন্তু আইনমন্ত্রী আনিসুল হক ঘোষণা করেন জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে আখাউড়া উপজেলাতে কোনো দলীয় প্রার্থী নেই। এ সময় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে প্রতিশ্রুতি দেন আইনমন্ত্রী।

তিনি আরো অভিযোগ করেন, নির্বাচনে নিশ্চিত পরাজয় হবে ভেবে জেনে ষড়যন্ত্রকারিরা পূর্বের ন্যায় ভোট কেন্দ্র দখল, জোরপূর্বক ভাবে তাদের ভোটাধিকার ছিনিয়ে নেওয়াসহ আতাউর রহমান নাজিমকে ভোট দেওয়ার জন্য মেম্বার ও চেয়ারম্যানদেরকে নানা ধরণের চাপ প্রয়োগ করে আসছে। বিগত ২০১৯ সালের ২৫ জুলায়ের জেলা পরিষদের উপ-নির্বাচনে মেয়র কাজল এজেন্ট থেকে শক্তি ও ক্ষমতা প্রয়োগ করে নাজিমকে ভোটে জয়ী করে। এমনকি নগ্নভাবে হস্তক্ষেপ করে তাদের সমর্থিত প্রার্থীকে তাদের সামনে ভোট দিতে জোর করে। অধিকাংশ ভোটার প্রকাশ্যে ভোট দিতে অস্বীকার করলে তাদের উপর হামলাসহ মারধর করা হয়। মেয়রের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে মোবাইল ফোনে ছবি তুলে রাখার কাজটি উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহবুদ্দিন বেগ শাপলুসহ কয়েকজন নিশ্চিত করবেন বলে খবর পাচ্ছেন তারা। যে কারণে তাদেরকে ভোটের আগেই নিয়ন্ত্রণ করার দাবি জানান সদস্য প্রার্থীরা।