ভারতে পালানোর সময় আখাউড়ায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 5 October 2022, 104 বার পড়া হয়েছে,
নিউজ ডেস্ক : ভারতে পালিয়ে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে রবিউল আলম শাওন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।

বুধবার বিকালে আখাউড়া ইমিগ্রেশন অফিসার দেওয়ান মুর্শেদুল রিপন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি যুগান্তরকে জানান, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সীমান্তপথে ভারতে যাওয়ার জন্য রবিউল আলম শাওন ইমিগ্রেশন ডেস্কে আসেন। এ সময় তার পাসপোর্ট সার্ভারে এন্ট্রি করতে গেলে ব্লাকলিস্টেট আসে। তার বিরুদ্ধে দেশত্যাগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন কর্তৃপক্ষের নির্দেশে তাকে গ্রেফতার করা হয়। পরে আখাউড়া থানা পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়।

রবিউল আলম শাওনের বিরুদ্ধে ঢাকার হাতিরঝিল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে। তিনি নরসিংদীর শেখের চর এলাকার ওয়ালী উল্লাহর ছেলে বলে ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে।

ঢাকার হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ জানান, গত ৬ মে এক নারী রবিউল আলম শাওনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। তাকে গ্রেফতারে চেষ্টা চলছিল।