দূর্গোৎসবে শুভেচ্ছা উপহার হুইল চেয়ার পেলেন শারিরীক প্রতিবন্ধী হালিমা বেগম

ব্রাহ্মণবাড়িয়া, 5 October 2022, 118 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক : সম্প্রীতির বন্ধনে শারদীয় দূর্গোৎসবে শুভেচ্ছা উপহার হিসেবে হুইল চেয়ার পেলেন শারিরীক প্রতিবন্ধী সদর উপজেলার দারমা গ্রামের হালিমা  বেগম। গতকাল বুধবার দুপুরে শ্রী শ্রী দক্ষিণ কালিবাড়ি পূজা মন্ডপে হালিমা বেগমকে এ উপহার প্রদান করা হয়। প্রদান কালে বক্তব্য রাখেন পূজা আয়োজন কমিটির সভাপতি রঞ্জন চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল আমীন শাহীন, প্রতিবন্ধী বান্ধব শ্যামল সাহা, কানাই লাল সাহা প্রমুখ। এ সময়ে অন্যান্যের মধ্যে ছিলেন সুশান্ত চক্রবর্তী,মিহির ঘোষ, বাবুল সাহা, বিশ্বনাথ সাহা,সঞ্জয় বণিক,রাসেল কবীর সহ অন্যান্যরা। উল্লেখ্য প্রতিবছরই দক্ষিণ কালীবাড়ি পূজামন্ডপে দুর্গোৎসবে  সুবিধা বঞ্চিতদের মাঝে সম্প্রীতির বন্ধন মানবিকতায় শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। শ্যামল সাহার উৎসাহে এ বছর কালীবাড়ি মোড় সাহা পরিবারের পক্ষ থেকে কানাই লাল সাহা হুইল চেয়ার প্রদান করেছেন।