৮ দিন বঙ্গবন্ধু স্যাটেলাইটের সম্প্রচারে বিঘ্ন ঘটতে পারে

জাতীয়, 29 September 2022, 136 বার পড়া হয়েছে,
ডেস্ক রিপোর্ট : বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সম্প্রচার কার্যক্রমে ৮ দিন বিঘ্ন ঘটতে পারে। সৌর ব্যতিচারের (সান আউটেজ) কারণেই চলতি সেপ্টেম্বর মাসের শেষ দিন ও অক্টোবর মাসে প্রথম সপ্তাহে সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে বলে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) জানিয়েছে।
বিএসসিএল জানায়, ৩০ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত সৌর ব্যতিচারের কারণে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট এ সমস্যা দেখা দিতে পারে। প্রতিদিন সকাল সাড়ে ৯টার পরে এ ঘটনা ঘটতে পারে।

প্রাকৃতিক এ ঘটনার জন্য বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।